ইডেনে আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা প্রথম ইনিংসে করেছে ১৭৪ রান। হারিয়েছে ৮ উইকেট। নারিন ( ৪৪ ) , রাহানেরা ( ৫৬ ) দুর্দান্ত শুরু করলেও পরের দিকে একের পর এক উইকেট হারাতে থাকে নাইট রাইডার্স। মাঝে রঘুবংশী ( ৩০ ) এসে কিছুটা সামাল দিলেও রিঙ্কু ( ১২ ) ,রাসেল ( ৪ ) , রামন্দিপরা ( ৬ ) একের পর এক প্যাভিলিয়নে ফিরলেন। বেঙ্গালুরুর হয়ে ক্রুনাল পাণ্ডীয়া নেন ৩টি উইকেট। জস হাজেলউড ২টি উইকেট। দ্বিতীয় ইনিংসে বিরাটদের লক্ষ্য ১৭৫ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই গোলা বারুদ মারতে থাকেন বিরাট ( ৫৯ ) ও সল্ট ( ৫৬ )। নিজের ৪০০তম ম্যাচে বিরাট করলেন অর্ধশতরান। ইডেনে হারের অন্যতম কারণ কেকেআরের জঘন্য বোলিং। প্রথম ম্যাচে হার দিয়েই শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা। তবে এই হারই হয়তো জয়ের ইমারত গড়বে আগামীদিনের ম্যাচগুলির জন্য।
Comments :0