indian premire league

জয়ে ফিরল কেকেআর

খেলা

KKR vs SRH IPL MATCH ছবি সৌজন্য - আইপিএল অফসিয়াল ফেসবুক পেজ

ইডেনে জয়ে ফিরল কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদকে হারালো  ৮০রানে। প্রথম ইনিংসে ২০০ রান করে মূলত রিংকু ও ভেঙ্কটেশের দৌলতেই। অনেকদিন ধরে তাকে ওঠা সমস্ত প্রশ্নের জবাব নিজের ব্যাটটিংয়েই দিলেন ভেঙ্কটেশ আইয়ার। ২৯বলে ৬০রান করেন ভেঙ্কটেশ। ১৭বলে ৩২করেন রিংকু সিং। দ্বিতীয় ইনিংসে বড় রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে হায়দরাবাদের মিডল অর্ডার। বৈভব অরোরা ৩টি এবং বরুন ৩টি করে উইকেট নেন। উইকেট পান রাসেলও। কলকাতার কাছে হায়দরাবাদের হার যেন মনে করাল গত বছরের ফাইনালকেই। আগামী ৮এপ্রিল দুপুর ৩:৩০টেয়  লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স।

Comments :0

Login to leave a comment