GST Kharge

জিএসটি: ৬৪% দেন গরিব মধ্যবিত্ত, বিপুল ধনীরা কেবল ৩%, বললেন খাড়গে

জাতীয়

জিএসটি’র তিন ভগের দু’ভাগই আসে গরিব এবং মধ্যবিত্ত অংশের থেকে। বিপুল ধনী বিলিওনেয়ারদের থেকে জিএসটি বাবদ আদায় হয় মাত্র ৩ শতাংশ। জিএসটি’র ক কাঠামো বদলানোর দাবি ফের তুলে বৃহস্পতিবার এই মর্মে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
বুধবারই কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর সভাপতিত্বে জিএসটি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জিএসটি পরিষদ। বিভিন্ন রাজ্যের অর্থ মন্ত্রীরা এই পরিষদের সদস্য। ঠিক হয়েছে পাঁচটি ধাপে জিএসটি’র বদলে তিন ধাপে এই কর চালু থাকবে। ৫ শতাংশ এবং ১৮ শতাংশ হারের পাশাপাশি বিশেষ কর হিসেবে ৪০ শতাংশ চাপানো হবে অত্যন্ত বিলাসবহুল পণ্য এবং ক্ষতিকর পণ্যে। দীর্ঘদিনের দাবি মেনে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার ওপর চাপানো পণ্য ও পরিষেবা কর (জিএসটি) তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। নতুন কর কাঠামো চালু হবে ২২ সেপ্টেম্বর থেকে। 
খাড়গে এদিন বলেন, জিএসটি এমন কর যে ৬৪ শতাংশ আসে গরিব ও মধ্যবিত্তের থেকে। আর বিলিওনেয়াররা দেয় জিএসটি’র ৩ শতাংশ। এর আগে কেন্দ্রের বিজেপি সরকার কর্পোরেট করের হারও ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করেছে। 
সোশাল মিডিয়ায় খাড়গে লিখেছেন, আয়করে ২৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে আদায়ে। গত পাঁচ বছরে ১৭৭ শতাংশ বৃদ্ধি হয়েছে জিএসটি বাবদ আদায়েও। তার অভিমুখ হলো বেতন পান বা মজুরি আয় করেন এমন অংশের থেকে বেশি কর আদায় করছে সরকার। 
জিএসটি কেমন হওয়া উচিত সেই দাবিতেও সরব হয়েছেন খাড়গে। তিনি বলেছেন, জিএসটি-কে সরল করা উচিত। জিএসটি দেওয়ার বিধি জটিল। তার দায় চাপছে এই ক্ষেত্রগুলির ওপর। ছোট এবং মাঝারি ব্যবসাকে রক্ষা করতে হলে এই কাজ করা জরুরি।
সেই সঙ্গে কংগ্রেস সভাপতির দাবি, জিএসটি’র ধাপ পরিবর্তনের কারণে রাজ্যগুলির রাজস্ব আদায়ে ক্ষতি হতে পারে। রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে। ২০২৪-২৫ থেকে পাঁচ বছর ক্ষতিপূরণ দেওয়া উচিত। 

Comments :0

Login to leave a comment