indian premier league

আইপিএলে লক্ষ্ণৌ বনাম মুম্বই

খেলা

LSG vs MI IPL

শুক্রবার আইপিএলে একানা স্টেডিয়ামে নামবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। গত ম্যাচে পাঞ্জাবের কাছে ঘরের মাঠে হেরেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল। বৃহস্পতিবার রোহিত , সূর্য , হার্দিকদের ব্যাটিংয়ের সামনে পরীক্ষা শার্দুল , মিচেল মার্শদের বোলিংয়ের। মুম্বই গত ম্যাচে ঘরের মাঠে নাইটদের হারিয়ে নিজেদের হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পেয়েছে। রোহিত , সূর্য , ব্যাক্বস ছাড়াও হার্দিক ও স্যান্টনারের মতো দুই অলরাউন্ডারও রয়েছে দলে। তবে রেকর্ডের দাঁড়িপাল্লা রয়েছে লক্ষ্ণৌয়ের দিকেই। মোট ৬বারের মুখোমুখি সাক্ষাতে ৫বারই জয় পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। তবে এবার সেই চাকা উল্টো পথে ঘোরাতে মরিয়া হার্দিকের দল। কলকাতাকে হারিয়ে যে ফর্মের সন্ধান তারা পেয়েছে , সেই ফর্ম ধরে রাখতে চায় ভারতের এই বাণিজ্যিক রাজধানী।   

Comments :0

Login to leave a comment