আগামী সোমবার যুবভারতীতে সেমিফাইনালের দ্বিতীয় পর্বে নামার আগে রবিবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান কোচ মলিনা।
চাপের ম্যাচে নামার আগে মলিনা বলেন ' আমি সবসময় শান্ত থাকি। আমি আমাদের সেরাটা দিতে চাইব কাল। গুরুত্বপূর্ণ হল ম্যাচের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া । আমরা কাল দলের ভারসাম্য রেখেই খেলব '। গত পর্বে জামশেদপুরের অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হতে পারে গ্যালারি। তাই সেই সবুজ মেরুন সমর্থকদের সমর্থনকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন ' সবম্যাচেই সব দলের বিরুদ্ধেই আমরা ভাল খেলতে চাই। আমরা আমাদের স্টাইলেই খেলব। সমর্থকদের জন্য আমরা আরো উদ্বুদ্ধ হই। সমর্থকরাই আসল পার্থক্য গড়ে দেয় '। মনবীর ও আপুইইয়ার ব্যাপারে তিনি বলেন ' আমরা চেষ্টা করছি যাতে কাল ওরা খেলতে পারে। ম্যাকলারেনের হাল্কা একটু চোট ছিল। কাল ও নিশ্চয় খেলবে ' । এর সঙ্গে তিনি আরো যোগ করেন ' আমার মনে হয় খেলোয়াড়রা সমর্থকদের প্রমাণ করতে চাই। আমরা সমর্থকদের জন্যই খেলি এবং লড়াই করে জিততে চাই। কোনো অনভিপ্রেত ঘটনার জন্য আমরা অপেক্ষা করিনা। আমরা আমাদের মতন ভালো খেলে ম্যাচটা জিততে চাই ' । মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার জাভির ভূয়সী প্রশংসা করে মলিনা বলেন ' ও খুব ভালো প্লেয়ার । ওকে আমাদের একটু নজরে রাখতেই হবে। কিন্তু আমরা আমাদের দলকে নিয়ে বেশি ভাবি ' । অর্থাৎ সবমিলিয়ে সমর্থকদেরকে প্রমাণ করতেই সোমবার মোহনবাগান দল মাঠে নামবে। সব কিছুর জবাব মাঠের ভিতর খেলেই দিতে চাইছে সবুজ মেরুন।
Comments :0