indian super league

আইএসএলে মোহনবাগানের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

খেলা

MBSG vs JFC ISL SEMIFINAL 2

সোমবার আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে নামবে মোহনবাগান সুপার জায়ান্টস এবং জামশেদপুর এফসি। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। গত পর্বের ম্যাচে জাভির শেষ মুহুর্তের গোলে  ২-১ ফলাফলে জয় পেয়েছিল খালিদ জামিলের দল। সোমবার নূন্যতম ২ গোলের ব্যবধানে জিততে হবে মোহনবাগানকে। কাজটা বেশ কঠিন। তবে গত ম্যাচে কার্ড দেখার ফলে স্টিফেন এজে , আশুতোষের মতো খেলোয়াড়রা নেই সোমবারের ম্যাচে। তাই এই জায়গাতেই আঘাত হানতে চাইছে সবুজ মেরুন। সোমবার শুরু থেকেই শুরু করতে পারেন ম্যাকলারেন ও গ্রেগ। সাংবাদিক সম্মেলনে মলিনা খোলসা করেননি মনবীর ও আপুইয়ার খেলার ব্যাপারে। ফলে শুরু থেকে মাঝমাঠে থাপা ও দীপক টাংরি শুরু করতে পারেন। গত ম্যাচে আশীষ রাইয়ের দিক থেকেই সমস্ত আক্রমণগুলো আসছিল। ফলে এই ম্যাচে তাকেও প্রচুর দায়িত্ব নিতে হবে। অন্যদিকে সাংবাদিক সম্মেলনেই বোঝা গেছিল যে খালিদসহ গোটা দলটাই বেশ চাপে রয়েছে। ম্যাচে মোহনবাগান সমর্থক আক্রান্ত হওয়ার পর মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি সুন্দর বার্তা দেওয়া হয়েছিল সংবাদিক সম্মেলনে। তাদের হাতে ফুলের তোরা এবং একটি করে ম্যাচ টিকিট তুলে দিয়েছিলেন মলিনা ও ম্যাকলারেন। তবে সোমবার মাঠেই সমস্ত কিছুর জবাব দিতে চাইছে মোহনবাগান দল। আক্রান্ত সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন মোহনবাগানের সমস্ত খেলোয়াড়রা। ম্যাচ জিতে তাদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য মোহনবাগান দলের।

মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল , টম , আলবার্তো , আশীষ , শুভাশীষ , থাপা , টাংরি , লিস্টন , সাহাল , গ্রেগ ও ম্যাকলারেন।     

Comments :0

Login to leave a comment