Com Hyder Akbar Khan Rano

কমরেড রনোর প্রয়াণে মহম্মদ সেলিমের শোকবার্তা

রাজ্য

কমরেড হায়দর আকবর খান রনোর প্রয়াণে শোকবার্তা দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তিনি বলেছেন, ‘‘বীর মুক্তিযোদ্ধা, কমিউনিস্ট তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খান রনো প্রয়াত। উপমহাদেশের বাম আন্দোলনের এক বড় ক্ষতি। স্বাধীন বাংলাদেশের জন্য তাঁর লড়াই এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের লক্ষ্যে তাঁর অবদান অমর হয়ে থাকবে। তাঁর সঙ্গে ছিল বহুদিনের সম্পর্ক। তাঁর জীবনাবসানে গভীর শোক জানাই। সমবেদনা জানাই তাঁর সহযোদ্ধাদের। বিদায় রনোভাই। লাল সেলাম। কমরেড রনোভাই অমর রহে।’’

Comments :0

Login to leave a comment