রবিবার রিলায়েন্স ফাউন্ডেশন লীগের ম্যাচে নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসিকে হারাল মোহনবাগান। গোল করেন সেরতো ও পাসং তামাং। সকালের ম্যাচের পর ওই একই স্টেডিয়ামে রিলায়েন্স লীগের মিনি ডার্বিতে এগিয়ে থেকেও মহামেডানের কাছে ৩ -১ গোলে হার ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গলের হয়ে প্রথমার্ধে গোল করে শিজাস। দ্বিতীয়ার্ধে ৩ গোল দেয় মহামেডান। গোল করে বামিয়া ও সাকা। আগামী ২৯ তারিখ নৈহাটিতে ডার্বি ম্যাচে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
Comments :0