Reliance Foundation League

রিলায়েন্স ফাউন্ডেশন লীগে জয় মোহনবাগানের, হার ইস্টবেঙ্গলের

খেলা

Reliance Foundation League Eastbengal Mohunbagan ছবি প্রতিকী

 



 

রবিবার রিলায়েন্স ফাউন্ডেশন লীগের ম্যাচে নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসিকে হারাল মোহনবাগান। গোল করেন সেরতো ও পাসং তামাং। সকালের ম্যাচের পর ওই একই স্টেডিয়ামে রিলায়েন্স লীগের মিনি ডার্বিতে এগিয়ে থেকেও মহামেডানের কাছে ৩ -১ গোলে হার ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গলের হয়ে প্রথমার্ধে গোল করে শিজাস। দ্বিতীয়ার্ধে ৩ গোল দেয় মহামেডান। গোল করে বামিয়া ও সাকা। আগামী ২৯ তারিখ নৈহাটিতে ডার্বি ম্যাচে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

Comments :0

Login to leave a comment