মঙ্গলবার নববর্ষের সকাল থেকেই সাজ সাজ রব মোহনবাগান তাঁবুতে। ক্লাব লনের ভিতর ঢুকেই দেখা মিলল শিল্ড , আইএসএল কাপ এবং হকি প্রিমিয়ার কাপের। সকালেই ক্লাবে হাজির হয়েছিলেন মোহনবাগান ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার কিংবদন্তি সুব্রত ভট্টাচার্য। কিছুক্ষণ পরেই ক্লাবে ঢুকলেন আর এক কিংবদন্তি প্রসূন ব্যানার্জী। আলিঙ্গনের পর কিছুক্ষণ এই দুই অভিন্ন হৃদয় বন্ধু নিজের মধ্যে খোশআলাপ করেন। সচিব দেবাশীষ দত্ত আসার পর চিরাচরিত রীতি মেনে মাঠে শুরু হয় বারপুজো। ফুটবলার দীপেন্দু বিশ্বাস এসেছিলেন। পুজোর পর ক্লাব প্রাঙ্গনের মঞ্চে গান , আবৃত্তির মাধ্যমে মুখরিত হয়ে ওঠে গোটা পরিবেশ । মঞ্চে উপস্থিত হয়েছিলেন মোহনবাগানের আরো দুই প্রাক্তনী মানস ভট্টাচার্য ও বিদেশ বসু। সাংবাদিকদের সচিব দেবাশীষ দত্ত বলেন ' আমরা শপথ নিচ্ছি যে পরের মরশুমেও আমরা এইভাবেই সাফল্যের সঙ্গে ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে চাই ' । ইস্টবেঙ্গলের উদ্দ্যেশ্যে বলেন ' ইস্টবেঙ্গল বড় ক্লাব । তাই ওরাও একদিন নিশ্চয়ই সাফল্য পাবে ' ।
Comments :0