আজ ২২ মার্চ। ১৯৯৮ সালের আজকের দিনেই প্রথমবার জাতীয় লিগ (এখন আই লিগ )ঘরে তুলেছিল সবুজ মেরুন। সেইসময় কোচ ছিলেন টি কে চাত্তুনি। সেই সময় দলে হেমন্ত ডোরা, দেবজিৎ , চিমা , বিজয়নের মত ফুটবলাররা ছিল। রানার্স হয়েছিল ইস্টবেঙ্গল। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়েই সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। শীর্ষ গোলদাতা হয়েছিলেন বিজয়ন। এই লিগ জয়ের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি মোহনবাগানকে। এরপরে আরো দুইবার জাতীয় লিগ জিতেছিল মোহনবাগান। ২০০৭ থেকে আইলিগ নাম হওয়ার পর ২০১৫ তে ফের চ্যাম্পিয়ন হয় তারা সঞ্জয় সেনের কোচিংয়ে। ২০২০ তে কিবু ভিকুনার কোচিংয়ে পঞ্চমবারের জন্য শিরোপা জিতেছিল তারা। এরপর আইএসএলে পদার্পণের প্রায় ৩ বছর পর ২০২৩ সালে আইএসএল ট্রফি জয়ের পর সেবছরও ডুরান্ড এবং ২০২৪ ও ২০২৫ সালে পর পর দুইবার আইএসএল লিগ শিল্ড জেতে মোহনবাগান।
On This Day 1998
প্রথমবার জাতীয় লিগ ঘরে তুলেছিল মোহনবাগান আজকের দিনে

×
Comments :0