সোমবার আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে বদলার ম্যাচে নামবে মোহনবাগান। খেলা শুরু সন্ধ্যা ৭ :৩০ টায়। গত বছর প্রথম পর্বের ম্যাচে কান্তিরাভায় লজ্জার হারের সম্মুখীন হয়েছিল মোহনবাগান। সোমবার তা ফিরিয়ে দেওয়ার লড়াই দিমিদের কাছে। কিছুদিন আগে পর্যন্তও শঙ্কায় ছিলেন সবুজ মেরুন সমর্থকরা। অনুশীলনে সাইডলাইনে ছিলেন বিশাল। কিন্তু এখন তিনি অনুশীলন করেছেন দলের সঙ্গে। সোমবার নামবেন প্রথম থেকেই। তবে সমস্যা রয়েছে রাইটব্যাক পজিশনের ক্ষেত্রে। আশিষ রাই কার্ড সমস্যায় নেই সোমবারের ম্যাচে। তার জায়গায় নামতে পারেন আশিক। অনেকদিন পর ম্যাচে ফিরবেন আশিক। আক্রমণে দিমির সাথে শুরু করতে পারেন কামিংস। দুই দিকে থাকবেন লিস্টন ও মানভির। মাঝমাঠ সামলানোর দায়িত্ব থাকবে আপুইয়া ও দীপক টাঙরির। বেঙ্গালুরুর মাঝমাঠের প্রধান অস্ত্র আলবার্তো নগুয়েরাকে ভোঁতা করতেই দীপককে শুরু খেলাতে চান মলিনা। সুনীলকে চোখে চোখে রাখতেই হবে মোহনবাগানের রক্ষণভাগের খেলোয়াড়দের। এই বয়সেও দারুণ ফিনিশিং রয়েছে সুনীলের। সোমবার জিততে পারলে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শিল্ড জয়ের দৌড়ে খানিকটা এগিয়েই যাবে মোহনবাগান।
Comments :0