Russia ISIS Attack

রাশিয়ায় জঙ্গি হামলায় মৃত্যু ছাড়াল ৬০

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভাকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট সবার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম।
রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, শনিবার রাশিয়ার তদন্ত কমিটি নিহতদের সংখ্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে একটি কনসার্ট ভেন্যুতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
আইএস সন্ত্রাসবাদীরা ‘‘একটি বিশাল সমাবেশে হামলা... রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে,’’ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে বলেছে।
বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা ‘নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে গেছে’। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, সন্ত্রাসীরা একটি সাদা রেনল্ট গাড়িতে করে কনসার্ট হল থেকে বের হয়। দুই সপ্তাহ আগে রাশিয়ার মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছিল, ‘চরমপন্থীরা’ মস্কোয় হামলার পরিকল্পনা করছে।

Comments :0

Login to leave a comment