NATUNPATA : POETRY : RANG : DIPANKAR GOSWAMI : 30 SEPTEMBER 2024, MONDAY

নতুনপাতা : কবিতা : রং টার্গেট : দীপঙ্কর গোস্বামী : ৩০ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

ছোটদের বিভাগ

NATUNPATA  POETRY  RANG  DIPANKAR GOSWAMI  30 SEPTEMBER 2024 MONDAY

নতুনপাতা : কবিতা

রং টার্গেট

দীপঙ্কর গোস্বামী

বলব কী খুকু রে? জানি এইটুকু রে- 
রোজকার মতো দাদু স্নান সেরে পুকুরে 
বেরিয়েছিলেন বুঝি রাস্তায় দুপুরে; 
আর ঠিক তখন, পথে দাদু যখন- 
জানি না কে ছুঁড়েছিল টিপ করে সঘন 
ধুপ ধূপ বেলুন দুই কোথেকে কখন। 
ফট ফট ফেটে তা, মাথা থেকে তাঁর পা- 
মাখিয়েছিল যে রঙে, ভিজিয়ে সারা গা! 
পরিপাটি পরিধান হযেছিল বড় ম্লান 
সাদা ধুতিপাঞ্জাবি রঙেতে করলে স্নান। 
দাদু হলেন রেগে টং, দেখে সেই কালো রং, 
বললেন, "আমাকেও সাজালি তোরা সঙ্ ? 
দেখাচ্ছি মজা দেখ কত ধানে কত চাল; 
পারবি না বাঁচতে আমার এই করে হাল!" 
বলে দাদু ছুটে সোজা চলে যান থানাতে; 
দাবি তাঁর- খোঁজা চাই, কারা আছে হানাতে? 
এসে যায় পুলিশও, বলে তাঁরা, "দাবি হক", 
রং-খেলুড়ের দল ভয়ে কাঁপে ঠকঠক!

বললি কী? শুনে তোর হেসে হেসে ব্যথা পেট? 
রং-খেলুড়েদের দাদু 'রং টার্গেট'?

'হাহা হো হো হিহি' হেসে বন্ধ যে দম রে- 
আমারও তো ফাটে পেট, খুকু তুই থাম্ রে!

Comments :0

Login to leave a comment