DYFI Jalpaiguri District Conference

কাজ, বিভাজন, প্রতিদিনের যন্ত্রণা: লড়াইয়ে মেলানোর আহবান যুব সম্মেলনে

জেলা

রবিবার ময়নাগুড়িতে ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্মেলনে মীনাক্ষী মুখার্জি সহ যুব নেতৃবৃন্দ। রয়েছেন প্রতিনিধিরা।

সাম্রাজ্যবাদের আক্রমণ বিশ্বজোড়া। সমানে কেড়ে নেওয়া হচ্ছে কাজ। সবচেয়ে আক্রান্ত যুবরা। আরেকদিকে ঐক্য ভেঙে দিতে বিভেদের রাজনীতিকে তীব্র করছে উগ্র দক্ষিণপন্থা। এই জোড়া আক্রমণকে প্রতিহত করে এগতে হবে ডিওয়াইএফআই-কে। 
রবিবার ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা ২৩ তম সম্মেলনে প্রতিনিধি অধিবেশনে এই আহ্বান জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। শনিবার সমাবেশের পর ময়নাগুড়ি ধর্মশালায় শুরু হয়েছে যুব সম্মেলন।  
আঘাত প্রতিহত করতে প্রতি বুথে রাজনৈতিক চেতনাসম্পন্ন সংগঠন গড়ে তোলার ডাক দিয়েছেন মীনাক্ষী মুখার্জি। 
মীনাক্ষী বলেন, ‘‘পুঁজিবাদ সাম্রাজ্যবাদ নিজেদের অস্তিত্ব রক্ষায় বিশ্বজোড়া অর্থনীতি রাজনীতি সামাজিক ক্ষেত্রে আক্রমণ নামিয়ে আনছে। কঠিন বিপদের মধ্যে যৌবনের বলিষ্ঠ হাতে কাজের বিষয়টি। দেশের ভেতর অতি দক্ষিণপন্থী শক্তির সক্রিয়তা প্রবল। জাতি সম্প্রদায় ধর্ম নিয়ে বিভেদমূলক  রাজনীতির আক্রমণও তীব্র। আরেকদিকে দেশের যুব সমাজের কাজের অধিকারকে অস্বীকার করে কর্মসংকোচন নীতিতেই চলছে কেন্দ্র বা রাজ্যের সরকার। এই ভয়ংকর  আক্রমণকে প্রতিহত করার দায়িত্ব ডিওয়াইএফআই’র।’’ 
তিনি বলেন, ‘‘কেন্দ্রের  বিজেপি  পরিচালিত  সরকার  যতদিন  থাকবে ততদিন  বিভেদপন্থাকে জিইয়ে রাখবে। বেকারত্ব আরও বাড়বে। তাদেরই  অনুসারী এ রাজ্যের তৃণমুল। যে কারণে বেলাগাম চুরি দুর্নীতির পরেও কেন্দ্রের নীরবতা। এই অবস্থা থেকে বদলাতে হলে প্রতি বুথে গিয়ে সংগঠন  গড়তে হবে। মানুষের দাবি নিয়ে আন্দোলন করে পাশে থাকতে হবে। এই কাজ ডিওয়াইএফআই’র প্রতিটি সদস্যের। ’’
সম্মেলনে অংশ নিচ্ছেন ১৪৭ জন প্রতিনিধি। মীনাক্ষী বলেন, ‘‘কাজের অধিকারের সাংবিধানিক  স্বীকৃতির দাবিতে লড়াই জারি আছে। সেই সঙ্গে  যুব সমাজের প্রতিদিনের সমস্যা, তাঁদের ঘরের সমস্যা, সাধারণ মানুষের  জীবন জীবিকার লড়াই, সমস্যা হকের দাবি আদায়ের লড়াইতে প্রতিদিন  সামনের সারিতে থেকে অংশ  নিতে হবে।’’ 
প্রতিনিধিরা প্রতিবেদনের  উপর আলোচনা  শুরু করেন। জেলার ১৬টি লোকাল কমিটির ১৪৭ জন প্রতিনিধির মধ্যে যুবতী ২৪ প্রতিনিধি হাজির ছিলেন। দুই দিনে ২৩ প্রতিনিধি  আলোচনা করেন। এই প্রতিনিধিদের মধ্যে মালবাজারের সুশীল রায়ের বিরুদ্ধে তৃণমূল সরকারের পুলিশ ২০টি মিথ্যা মামলা চাপিয়েছে। ১১ জন যুব কর্মীর বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা দায়ের হয়েছে। 
সন্মেলন  থেকে  শুভায়ু পালকে জেলা সম্পাদক এবং অর্পণ পালকে সভাপতি,  দেবব্রত ভৌমিককে কোষাধ্যক্ষ করে ৪৮ জনের জেলা কমিটি এবং ১৪ জনের সম্পাদকমণ্ডলী নির্বাচিত হয়েছে।

Comments :0

Login to leave a comment