MAN U VS TOTENHAM

প্রিমিয়ার লিগে ম্যান ইউ বনাম টটেনহ্যাম

খেলা

রবিবারের প্রিমিয়ার লিগে রয়েছে আরো একটি ম্যাচ । ইপসুইচ টাউনের সাথে খেলবে অ্যাস্টন ভিলা সন্ধ্যা ৬ : ৩০ টায়।

রবিবারের ইংলিশ প্রিমিয়ার লিগের বড়ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই হেভিওয়েট চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারস্। ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরু ভারতীয় সময় রাত ৯ টায়। একটা সময় এই দুই দলের মধ্যে ধুন্ধুমার খেলা হতো প্রিমিয়ার লিগের মঞ্চে। স্যার আলেক্স ফার্গুসনের জমানায় বহু ম্যাচে জয় পেয়েছিল ম্যানচেস্টার । এই দুই দলের মোট ৬৪টি ম্যাচের মধ্যে ম্যান ইউ জিতেছে ৪০ টি স্পার্সরা ১১ টি । প্রিমিয়ার লিগে ৫৮ টি ম্যাচের মধ্যে ইউনাইটেড জিতেছে ৩৫ টি এবং ১১ টি টটেনহ্যাম। তবে , বর্তমান পরিস্থিতি খুবই খারাপ রেড ডেভিলসদের । রবিবারের ম্যাচের উপরেই হয়তো নির্ভর করবে বর্তমান কোচ এরিক টেন হ্যাগের চাকরি। ৩ বছরে একটি এফ এ কাপ ছাড়া আর বিশেষ কিছুই দিতে পারেননি তিনি । ম্যাজিক দেখাতে পারছেননা  র‍্যাশফর্ড, অ্যান্টনি , ব্রুনো ফার্নান্দেজরা । অন্যদিকে নতুন গ্রিক কোচ আঙ্গে পোস্টেকোসের অধীনে  শুরুটা ভালো হয়নি স্পার্সদের । ৫ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট । রয়েছেন টেবিলের ১০ নম্বর স্থানে। হেরেছেন দুটি ম্যাচ। দলে সন হিউং মেন , রিচার্লিসনরা ছাড়াও লিপজিগ থেকে যোগ দিয়েছেন জার্মানির টিমো ওয়ার্নার। স্পার্সদের মতো ম্যান ইউও সমসংখ্যক ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ১১ নম্বর স্থানে। তাই রবিবারের এই ম্যাচে দুই দলই জয় তুলে নিয়ে টেবিলে নিজেদের স্থান পরিবর্তন করতে চাইছে ।

 


 

Comments :0

Login to leave a comment