প্রতীম দে ও অরিজিৎ মণ্ডল
আর জি কর কাণ্ডে বিচার দিতে হবে। এই দাবিতেই ধর্মতলায় অস্থায়ী মঞ্চে শুরু হলো সভা। এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে হচ্ছে এই সভা।
সভাপতিমণ্ডলী গড়া হয়েছে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী, সারা ভারত গণতান্ত্রকি মহিলা সমিতির সভাপতি জাহানারা খান।
ধ্রুবজ্যোতি বলেছেন, ‘‘যারা চেয়েছিল নির্যাতিতার দোষীদের আড়াল করতে, তারা ব্যর্থ। দোষীদের আড়াল করতে কিন্তু পারেনি। পরিবারের লোকদের সাথে আমাদের কথা বলতে দেয়নি ঘটনার দিন। দাবি করেছিলাম দেহ সংরক্ষণ করার। কিন্তু পুলিশ তা করেনি। গায়ের জোরে দেহ তড়িঘড়ি করে দাহ করেছিল। কেন? তার জবাব দিতেই হবে।’’
তিনি বলেছেন, ‘‘রাজ্যের মানুষ পথে নেমেছে। মানুষের কাছে আহ্বান আসুন সবাই একসাথে লড়াই করি। ২৪ দিন শ্যামবাজারের অবস্থানে মানুষ সাহায্য করেছেন। এই সংহতি সমর্থন নিয়েই চলবে লড়াই।’’
প্রণয় বলেছেন, ‘‘যতদিন না বিচার হচ্ছে ততদিন ছাড়ব না। পুলিশের দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে কেন পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী পদত্যাগ করবেন না?’’
Comments :0