হরিয়ানার পঞ্চকুলার তাউ দেবীলাল স্টেডিয়ামে এবার নীরজের নামাঙ্কিত প্রতিযোগিতা শুরু হবে। বিশ্ব এথলিট সংস্থা বা ওয়ার্ল্ড এথলেটিক্স এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী ২৪মে তারিখে পঞ্চকুলায় বসবে ' নীরজ চোপড়া ক্লাসিক ( NC ) ' নামক এক আন্তর্জাতিক জ্যাভেলিন প্রতিযোগিতা। এটি একটি মহাদেশীয় স্বর্ণ পদকের প্রতিযোগিতা হতে চলেছে। এই প্রতিযোগিতার বিজয়ীরা যোগ্যতাঅর্জন করবেন আগামী সেপ্টম্বরের বিশ্ব এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বা বিশ্ব এথলিট প্রতিযোগিতায়। যা হবে টোকিওতে।
Neeraj Chopra
পঞ্চকুল্লায় নীরজ চোপড়া ক্লাসিক

×
মন্তব্যসমূহ :0