আজ ৬এপ্রিল। ১৯৫৬ সালের আজকের দিনেই জন্মেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিশ্বকাপজয়ী দিলীপ বেঙ্গসরকার। ১৯৭৫সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডে বিরুদ্ধে টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৯৭৯ তে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে একটি স্মরণীয় ইনিংস খেলেন দিলীপ। জয়ের জন্য ভারতের ৩৯০ রানের প্রয়োজন ছিল এই টেস্ট ম্যাচে। ৩৬৪ রান করে খুব কাছাকাছি চলে এলেও ম্যাচে জয় আসেনি। তবে দিলীপ প্রশংসা অর্জন করেছিলেন । ব্যাক্তিগত ১৪৬ রান করে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ১৯৮৩র বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন। ১৯৮৪ও ১৯৮৮তে পর পর দুইবার জিতেছেন এশিয়া কাপ। ব্যাক্তিগত পুরস্কারের মধ্যে ১৯৮১তে অর্জুন পুরস্কার এবং ১৯৮৭তে পদ্মশ্রী জিতেছিলেন । টেস্টে ৬৮৬৮ এবং একদিনের ক্রিকেটে ৩৫০৮ রান রয়েছে তার ঝুলিতে। আজ এই জীবন্ত কিংবদন্তি পা দিলেন ৬৯- এ।
On This Day 1956
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি দিলীপ বেঙ্গসরকার জন্মেছিলেন আজকের দিনে

×
Comments :0