আজ ৫এপ্রিল। ১৯৭৪সালের আজকের দিনেই ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স ও রোহন কানহাই নিজেদের শেষ ম্যাচটি খেলেছিলেন। খেলাটি হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে পোর্ট অব স্পেনের পার্ক ওভাল স্টেডিয়ামে। কৃতিত্ব ও ক্রিকেটীয় দক্ষতায় গারফিল্ড সোবার্স হলেন এক আদর্শবাদের নাম। ১৯৫৪সালে মাত্র ১৭বছর বয়সে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ ৩৭৫রান করে রেকর্ড গড়েছিলেন সোবার্স ১৯৫৮সালে পাকিস্তানের বিরুদ্ধে। ১৯৯৪ পর্যন্ত বহাল ছিল এই রেকর্ড। ১৯৯৪এ আর এক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা এই রেকর্ড ভেঙেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। মোট ৯৩টি টেস্টে ৮,০৩২ রান এবং মোট ২ ৩৫টি উইকেটের মালিক এই কিংবদন্তি অলরাউন্ডার। অন্যদিকে ১৯৫৭সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটেছিল রোহন কানহাইয়ের। ১৯৭৫সালে প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। রোহন একজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। ৭৯টি টেস্টে ৬২২৭ রান করেছিলেন রোহন। ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ক্রিকেটারই টেস্ট ক্রিকেট থেকে আজকের দিনে একসঙ্গেই অবসর নিয়েছিলেন। ১৯৭৫সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জিতেছিলেন রোহন কানহাই।
Comments :0