On This Day 1982

ব্রাজিলীয় কিংবদন্তি কাকা জন্মেছিলেন আজকের দিনে

খেলা

On This Day 1982

আজ ২২ এপ্রিল। ১৯৮২ সালের আজকের দিনেই ব্রাজিলর গামাতে জন্মেছিলেন কিংবদন্তি রিকার্ডো লেজেসন ডস স্যান্টস লেইতে। তবে বিশ্ব ফুটবলে তিনি পরিচিত ' কাকা ' নামে। বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের ইউথ ক্যারিয়ার শুরু হয় ১৯৯৪ সালে সাওপাওলো দলে। ২০০০ থেকে ২০০৩ পর্যন্ত সাওপাওলো দলে খেলার পর ২০০০ সালে তিনি যোগ দেন এসি মিলানে। এরপর একের পর এক ট্রফি তিনি জিতেছেন এই ইতালীয় জায়ান্টের হয়ে। কার্লো আন্সেলত্তির আমলে এসি মিলানের সেই সোনার দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন তিনি। পিরলো, কাকা, গাত্তুসো, সেডোরফের সেই মাঝমাঠ যে কোনো দলের ঘুম কেড়ে নিত। এই দলের হয়েই কাকা জিতেছেন সিরি ' এ ' ২০০৩ - ০৪ মরশুমে। সুপারকোপা ইতালিয়ান জিতেছেন ২০০৪ সালে। ২০০৬-০৭ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন । ২০০৭ সালে উয়েফা সুপার কাপ। সেই বছরই জিতেছেন ক্লাব বিশ্বকাপ। এই দলে থাকার সময়ই ২০০২ সালে ব্রাজিলের হয়ে জিতেছেন বিশ্বকাপ । ২০০৯ সালে ক্রিস্টিয়ানোর সঙ্গে যোগদান করেন রিয়াল মাদ্রিদে। সেখানে ২০১১-১২ মরশুমে জেতেন লা লিগা। ২০১০ -১ ১সালে কোপা দেল রে। এরপর ২০১৩ তে ফের একবার যোগ দেন এসি মিলানে। ব্যাক্তিগত পুরস্কারের মধ্যে ২০০৬ সালে আপাতত শেষ ব্রাজিলিয়ান হিসেবে জেতেন ব্যালন ডি অর। ২০০৭ সালে ক্লাব বিশ্বকাপের সোনার বল জেতেন তিনি। ২০১৭ তে ফুটবলের বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন এই কিংবদন্তি।

 

 

Comments :0

Login to leave a comment