আজ ৩মে। ২০২৩ এর আজকের দিনেই ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ড গড়েছিলেন এরলিং হল্যান্ড। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচে ম্যান সিটি জিতেছিল ৩-০ গোলে। সেই ম্যাচে গোল করার মাধ্যমেই ৩৪ গোল করে প্রিমিয়ার লিগে এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন এই নরওয়ের স্ট্রাইকার। ভেঙেছিলেন এক মরশুমে প্রিমিয়ার লিগে আল্যান শিয়েরা ও অ্যান্ডি কোলের যুগ্ম ৩৪ গোলের রেকর্ড । ১৯৯৪ -৯৫ মরশুমে ব্ল্যাকবার্ন রোভার্সে থাকাকালীন এই রেকর্ড করেছিলেন শিয়েরা। তার আগের মরশুম ১৯৯৩-৯৪ - এ অ্যান্ডি কোল নিউক্যাসেলে খেলার সময় এই রেকর্ড করেন। ২০১৭-১৮ মরশুমে লিভারপুলের হয়ে মহম্মদ সালাহ্ করেন ৩২ গোল। ২০০৭-০৮ মরশুমে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং ২০১৩-১৪ মরশুমে লুই সুয়ারেজ করেন ৩১ গোল ।
on this day 2023
প্রিমিয়ার লিগের নতুন রেকর্ড হাল্যান্ড গড়েছিলেন আজকের দিনে

×
Comments :0