কবিতা | মুক্তধারা
বসন্তের রঙিন ছোঁয়া
অঙ্কেশ মালিক
নব জীবনের রঙিন ছোঁয়ায়
কোকিলের কুহু-তানে
বসন্ত আজ হাতছানি দেয়
তোমায় আমায় কাছে টানে।
রাঙা মাটির বাঁকে বাঁকে
কৃষ্ণচূড়ার ডালে ডালে
পলাশ শিমুল রাঙা হয়ে
ফুলে ফুলে আগুন জ্বালে ।
কচি পাতার ফাঁকে ফাঁকে
আম্র-মুকুল গন্ধে ভরা
মহুয়া ফুলের মাতাল ঘ্রাণে
প্রকৃতি আজ পাগলপারা ।
তাই তো মন ছুটে চলে
বসন্তের ওই অমোঘ টানে
ভালোবাসার রং লেগে যায়
রাঙা হাসির কলতানে ।
Comments :0