POETRY | ANJU BANU | VABER GHARE CHURI | MUKTADHARA | 2025 APRIL 5

কবিতা | আনজু বানু | ভাবের ঘরে চুরি | মুক্তধারা | ২০২৫ এপ্রিল ৫

সাহিত্যের পাতা

POETRY  ANJU BANU  VABER GHARE CHURI  MUKTADHARA  2025 APRIL 5

কবিতা | মুক্তধারা

ভাবের ঘরে চুরি

আনজু বানু


নীল আকাশের তালা খুলে...
করলে চুরি ভাবের ঘর,
ভেঙে পড়লেও হাজার দুয়ার ভেদ নেই তার আপন পর!
লাল মাটিটা ধূসর হল
মৌমাছিদের সঙ্গীতে 
সময় কত কাটিয়ে গেলে 
এখন কত বিমর্ষ দিন
মাপার মত নেই ফিতে।
বাতাস কত কঁকিয়ে কাঁদে
অসময়ের হাত ধরে 
কলাবতীর নাচ দেখে তার---
কাটছে সময় ফুর্তিতে
কোটি টাকার গরম ভাতে আলুনি জল পান করে।
বেশ থেকে যা, যতদিন তোর 
চোখের তারায় রং ওড়ে 
ফাঁকা মাঠে ঝরাবে জল
সেই ইডেনের ঘাস ছিঁড়ে।

Comments :0

Login to leave a comment