POETRY | PARTHA PRATIM GUHA | AMAR EAKTA JAT ACHE | MUKTADHARA | 2025 APRIL 8

কবিতা | পার্থ প্রতিম গুহ | "আমারও একটা জাত আছে " | মুক্তধারা | ২০২৫ এপ্রিল ৮

সাহিত্যের পাতা

POETRY  PARTHA PRATIM GUHA  AMAR EAKTA JAT ACHE  MUKTADHARA  2025 APRIL 8

কবিতা | মুক্তধারা

"আমারও একটা জাত আছে "

পার্থ প্রতিম গুহ

স্কুলের পরীক্ষায় টুকলি করেছিলাম,
মাষ্টারমশাই ধরে ফেলায়
টুকলির দায় নিয়েছিলাম ।

ট্রনে পকেটমারি করে ছিলাম, পুলিশ ধরে ফেলায়
চুরির দায় নিয়েছিলাম।

একলা একটা মেয়েকে রেপ করেছিলাম, ধরা পরে
ধর্ষনের দায় নিয়েছিলাম ।

উগ্ৰ্যপন্থী হয়ে বোমা বিস্ফোরণ করে ইমেইলে
খুনের দায় নিয়ে ছিলাম

কারন
আমার একটা জাত আছে
অশিক্ষিত, অসভ্য, ছোটো লোক, বজ্জাত, নৃশংস, বর্বর, ইতর.. এই রকমি একটা কিছু..

আসলে 
আমারও একটা জাত আছে

কারন
আমি       "ঘাসফুল" নই

 

লিলুয়া উদয়গড়

Comments :0

Login to leave a comment