সংবিধান প্রণেতা আম্বেদকরের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ দার্জিলিঙ জেলা কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া এলাকায় বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি হয়েছে। প্রসঙ্গত এসএসবি'র ৬১ তম প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে এদিন শিলিগুড়িতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর শহরে উপস্থিতির মাঝেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবমন্দির বাজার এলাকায় দীর্ঘ সময় ধরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সামাজিক ন্যায় মঞ্চের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নিরোদ সিংহ।
অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে সভায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ দার্জিলিঙ জেলা কমিটির সম্পাদক অধ্যাপক তাপস সরকার বলেন, ‘‘লোকসভায় দাঁড়িয়ে যেভাবে সংবিধান প্রণেতার প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তা দেশবাসীর কাছে অত্যন্ত লজ্জাজনক। আম্বেদকারের প্রতি অসম্মানজনক মন্তব্য করার কোনো অধিকার নেই তাঁর। কারণ সংবিধান প্রণেতা আম্বেদকারের সংবিধানকে শপথ করেই সাংসদ হয়েছেন তিনি। লোকসভায় স্থান হয়েছে তাঁর। বিজেপি দল যে তাদের গোপন এজেন্ডা ব্রাক্ষ্মন্যবাদকে কায়েম করার প্রাণপন প্রচেষ্টা চালাচ্ছে তা আম্বেদকারের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর অবমাননাকর মন্তব্যের মধ্যে দিয়ে একেবারেই প্রকাশ্যে চলে এসেছে। যুগ যুগ ধরে ব্রাক্ষ্মন্যবাদ দলিতদের অধিকারকে যেভাবে পদদলিত করে রেখেছে বিজেপি যে সেটাই চায় তারও প্রমান মিলেছে। বিজেপি দল মৌলবাদী দল। ভোট নেবার জন্য নোংরা রাজীনীতি করে।’’
ডঃ বি আর আম্বেদকারের আশঙ্কা প্রকাশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘স্বাধীনতাকে শক্তিশালী করতে গেলে অসাম্যকে দূর করতে হবে। দেশের ৭০ ভাগ মানুষ এখনও দারিদ্রসীমা অতিক্রম করতে পারেনি। দরিদ্রের সংখ্যা ক্রমাগত বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে বেকারের সংখ্যা। দলিত বা অস্পৃশ্যদেরও সমানাধিকার আছে স্কুল, কলেজ, মন্দির সহ সর্বত্র যাতায়াতের। সকলের মতো সুযোগ সুবিধা পাবারও অধিকার আছে তাদের। কিন্তু কেন্দ্রের সরকার সাম্যতা চায় না। তাই জাতপাতে উৎসাহ যুগিয়ে চলেছে। লোকসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্য জাত, ধর্ম, বর্ন ভিত্তিক বৈষম্যের নীতিকে আরো ত্বরান্বিত করবে। আগামীর ভারতকে আরো পিছিয়ে দেবে। সঙ্ঘ পরিবার, বিজেপি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রকে সরিয়ে দিতে চাইছে। তারা যে মনুসংহিতাকে সংবিধান হিসেবে দেখতে চায় তার ভিত্তি হিন্দু রাষ্ট্র। সংসদে অমিত শাহের আম্বেদকর অবমাননাকর মন্তব্যে একথা স্পষ্ট হয়ে গেছে।’’
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীনেশ মন্ডল, মনি থাপা, অসিত নন্দী, অমৃতেন্দু চ্যাটার্জি, শ্যামল রায় প্রমুখ। বক্তারা বলেন, জাতপাতের বিভাজনের রাজনীতি কেন্দ্রের সরকার খুব সূক্ষ্মভাবে করতে জানে। নীতি মানে বিজেপি’র নীতি, সঙ্ঘ পরিবারের নীতি। উচ্চ বর্নের আধিপত্যের নীতি। বর্নাশ্রমের ও ব্রাক্ষ্মনত্বের নীতি। মানুষের ঐক্যকে বিভক্ত করার চেষ্টা করছে ওরা। মানুষের দূর্বলতম জায়গায় আক্রমণ করে মানুষের ঐক্যকে ভেঙে দিতে চাইছে। এই সময়কালে মহিলাদের ওপর আক্রমণ বাড়ছে। মহিলাদের অগ্রগতির পথ অবরুদ্ধ করে সেই পুরোনো দিনের পিতৃতান্ত্রিক সমাজের গভীর অন্ধকারের পথে ঠেলে দেবার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। নারী বিদ্বেষ, সংকীর্নতা, রক্ষনশীলতার প্রশ্রয়দাতা বিজেপি। মেরুকরনের রাজনীতি করে চলেছে। বিজেপি সরকার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে নানা ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বিস্তৃত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
Protest Over Amit Shah Comment
অমিত শাহ'র মন্তব্যের প্রতিবাদে সামাজিক ন্যায় মঞ্চের প্রতিবাদ শিলিগুড়িতে
×
Comments :0