Polit Bureau Strike

জনতার ক্ষোভের স্বর শুনতে হবে, ধর্মঘটে অভিনন্দন জানিয়ে পলিট ব্যুরো

জাতীয়

শ্রম কোড এবং শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ধ্বনিত ক্ষোভের স্বরকে শুনতে হবে বিজেপি সরকারকে। শ্রম আইন বাতিলের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। শ্রমিক শ্রেণির অধিকার সুরক্ষিত করতে হবে।
দেশজুড়ে ধর্মঘটের সাফল্যের জন্য শ্রমিক শ্রেণিকে অভিনন্দন জানিয়ে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 
পলিট ব্যুরো বলেছে, বহু জায়গায় পুলিশ লাঠিচার্জ করেছে। সেই আক্রমণ উপেক্ষা করে শ্রমিকদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষক, খেতমজুর এবং বিভিন্ন অংশ। 
ধর্মঘটে যোগ দেওয়া সব অংশকে অভিনন্দন জানিয়েছে পলিট ব্যুরো।

Comments :0

Login to leave a comment