book Stall

প্রগতিশীল মার্কসীয় বুক স্টলের উদ্বোধন ধূপগুড়িতে

জেলা

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সদর এরিয়া কমিটির উদ্যোগে ধূপগুড়ি শহরের ঘোষপাড়া মোড় সিপিআই(এম) অফিসের সামনে প্রগতিশীল মার্কসীয় বুক স্টল ও দর্শনার্থীদের সহায়তা কেন্দ্রের উদ্বোধন হলো। প্রগতিশীল চিন্তাধারার প্রসার এবং সাধারণ মানুষের সহায়তার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ​শনিবার এই বুক স্টলটির উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভিজিৎ দে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কৃষক নেতা সুভাষ রায়, মহিলা নেত্রী মমতা রায়, এবং এরিয়া কমিটির সদস্য মুকুল রায় সরকার ও জয়ন্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
​বুক স্টলটি উদ্বোধনের পর বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভিজিৎ দে তাঁর বক্তব্যে জানান, "প্রগতিশীল চিন্তাধারা প্রসারিত করার পাশাপাশি সাধারণ মানুষের সহায়তায় এই বুক স্টল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।" তিনি আশা প্রকাশ করেন যে এই কেন্দ্রটি এলাকার মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও মুক্তবুদ্ধির চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
​এই বুক স্টলে মার্কসীয় সাহিত্য, প্রগতিশীল বইপত্র এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রকাশনা সুলভে পাওয়া যাবে। এর পাশাপাশি এটি সাধারণ মানুষের জন্য একটি সহায়তা কেন্দ্র হিসেবেও কাজ করবে, যেখানে বিভিন্ন সরকারি পরিষেবা এবং সামাজিক বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। ​ধূপগুড়ি সদর এরিয়া কমিটির সম্পাদক জানান, এই বুক স্টলটি ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর বিকেল ৫ টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Comments :0

Login to leave a comment