CGO COMPLEX

ধরতে হবে দুর্নীতির মাথাদেরও: দাবি সিবিআই-কে

রাজ্য কলকাতা

বুধবার জুনিয়র ডাক্তারদের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান।

বিচারের দাবিতে আন্দোলন সামনে আনছে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি-দুষ্কৃতী জোট। তাই সরকার আন্দোলন চাপা দিতে এত মরিয়া। 
বুধবার চিকিৎসকদের সিজিও কমপ্লেক্স অভিযানে উঠেছে এমন কথাই। সিবিআই’র কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছে মিছিল।
ওয়েন্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে মশাল হাতে সিবিআইয়ের সদর দপ্তর সিজিও কমপ্লেক্স অবধি মিছিল হয়। অংশ নেন সিনিয়র চিকিৎসকরা। ছিলেন সমাজের নানা অংশের মানুষ। 
মিছিলের মূল দাবি ছিল, অভয়ার ধর্ষণ ও হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত প্রত্যেককে শাস্তি দিতে হবে। সিবিআইয়ের তদন্তে এখনও আশাবাদী নন প্রতিবাদীরা। জুনিয়ার ডাক্তাররা জানিয়েছেন, যতক্ষণ না দাবি মানা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। 
চিকিৎসক আন্দোলনের অন্যতম নেতা ডা. মানস গুমটা বলেন, "প্রায় তিন মাস হতে চললো ‘অভয়া’ বিচার পেলো না। সিবিআই স্টেটাস রিপোর্ট দিয়েছে, তাতে কিছু ভয়ঙ্কর তথ্য আছে, এমনটাই বলেছিলেন প্রধান বিচারপতি। কিন্তু এখন তদন্তের অগ্রগতি কতদূর তা সাধারণ মানুষ জানতে চান। অভয়ার ধর্ষণ ও হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত তাঁরা সবাই তদন্তের আওতায় আসবে তো, এটা এখন বড় প্রশ্ন।’’ নাট্যকার ও অভিনেতা চন্দন সেন বলেন, ’’ আমরা দেখতে পেলাম ‘অভয়া’-র হত্যার পর রাজ্য জুড়ে স্বাস্থ্য ক্ষেত্রের ব্যাপক দুর্নীতি ও অরাজকতা সবার সামনে চলে এসেছে। চিকিৎসকদের প্রথম থেকেই দাবি ছিল ‘অভয়া’-র ন্যায় বিচার। বাকি ৯ দফা দাবি মানা হলে সাধারণ মানুষের সুবিধা হবে। দীর্ঘ ১২-১৩ বছর ধরে রাজ্যে কোথাও গণতান্ত্রিক পরিবেশ নেই। রাজ্যের কোনও কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন হয় না।’’

Comments :0

Login to leave a comment