বৃহস্পতিবার ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জাত নিয়ে মিথ্যা বলেছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী সাধারণ শ্রেণির লোক, অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) নন। বৃহস্পতিবার ওড়িশা থেকে ছত্তিশগড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা ঢোকার কথা।
২০২৩ সালের নভেম্বরের বিধানসভা নির্বাচনের পরে এটি রাহুলের প্রথম ছত্তিশগড় সফর হবে যেখানে তাঁর দল ক্ষমতাচ্যুত হয়েছিল। দু’দিনের বিরতির পর ১৪ জানুয়ারি মণিপুর থেকে যাত্রা শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি রায়গড়, শক্তি ও কোরবা জেলার মধ্য দিয়ে যাবে। ১৪ ফেব্রুয়ারি বলরামপুর থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাত্রা হবে।
Comments :0