সামনেই মহারাষ্ট্রে ও ঝাড়খন্ডে নির্বাচন। শনিবার অমরাবতীতে নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী দলনেতার ব্যাগ তল্লাশি চালায় নির্বাচন কমিশন। এর আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ড, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পর শনিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ব্যাগে তল্লাশি চালাল নির্বাচন কমিশন। এদিন মহারাষ্ট্রের অমরাবতীতে ভোট-প্রচারে যাওয়ার সময় কংগ্রেস সাংসদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ব্যাগে তল্লাশি করেন কমিশনের আধিকারিকরা। ইতিমধ্যেই বিরোধী দলনেতার ব্যাগ তল্লাশির ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গেছে নির্বাচন কমিশনের একদল আধিকারিক রাহুল গান্ধীর হেলিকপ্টার। আরেকদল তাঁর ব্যাগে তল্লাশি চালায়। মহারাষ্ট্রে শনিবার নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেন,‘‘মহারাষ্ট্রের জনগণের সরকারকে কোটি কোটি টাকা দিয়ে চুরি করা হয়েছিল। কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ ধারাভির সাধারণ খেটে খাওয়া মানুষের জমি বন্ধু গৌতম আদানিকে টাকার বিনিময়ে দিতে চেয়েছিল। সেই জন্যই মহারাষ্ট্রের সরকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, দেশে দুই মতাদর্শের লড়াই চলছে। একদিকে ইন্ডিয়া মঞ্চ, অন্যদিকে বিজেপি। ইন্ডিয়া মঞ্চ বলে সংবিধান দিয়ে দেশ চালাতে হবে, আর নরেন্দ্র মোদী বলছেন, সংবিধান একটা ফাঁপা বই, তাতে কিছুই লেখা নেই। তাঁর কথায় এই বই নরেন্দ্র মোদী ও অমিত শাহর জন্য ফাঁপা হতে পারে আমাদের জন্য দেশের ডিএনএ।”
Rahul Gandhi
মহারাষ্ট্রে রাহুল গান্ধীর ব্যাগে তল্লাশি কমিশনের
×
Comments :0