Rahul Gandhi Threat

রাহুলের জিব কাটার হুমকি, দায়ের এফআইআর

জাতীয়

রাহুল গান্ধীর জিব কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন শিবসেনা (শিন্ডে) বিধায়ক। সেই বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বাধ্য হলো মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা (শিন্ডে) সরকার। 
মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রাহুল গান্ধী সংরক্ষণের পক্ষে বক্তব্য রেখেছিলেন। সরকারি চাকরিতে, উঁচু পদে পিছিয়ে থাকা অংশগুলির প্রতিনিধিত্ব অত্যন্ত কম। সেই তথ্যই পেশ করেছিলেন রাহুল। জাতভিত্তিক গণনার পক্ষেও সওয়াল করেছিলেন। 
রাহুলের সেই ভাষণের পরিপ্রেক্ষিতেই জিব কেটে নেওয়ার হুমকি দেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের অনুগামী বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। তার জন্য আর্থিক পুরস্কারও ঘোষণা করেন।
হুমকির প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ জানাতে থাকেন কংগ্রেস কর্মীরা। গ্রেপ্তারির দাবিও তোলে বিরোধী কংগ্রেস-এনসিপি (শারদ পাওয়ার)-শিবসেনা (উদ্ধব থ্যাকারে) জোট। 
চাপে পড়ে বিধায়কের বক্তব্য সংক্রান্ত প্রশ্ন এড়িয়েছেন উপমুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলেকে বলতে হয়েছে এমন মন্তব্য সমর্থনযোগ্য নয়।
তবে রাহুলকে ঘিরে হুমকি হুঁশিয়ারি চলছে। বিষয়টিতে উদ্বেগ জানিয়েছেন ডিএমকে নেতা এবং তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। 
বিজেপি’র এক নেতা এবং দিল্লির প্রাক্তন বিধায়ক হুমকি দিয়ে বলেন যে রাহুলের পরিণাম তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতো হবে।
স্ট্যালিন বলেছেন, ‘‘রাহুলকে ঘিরে যে জনসমর্থন দেখা যাচ্ছে অনেকের তা পছন্দ হচ্ছে না। যেভাবে হুমকি দেওয়া হচ্ছে তা যথেষ্ট উদ্বেগের। কেন্দ্রীয় সরকারকে নিরাপত্তা দিতে হবে লোকসভার বিরোধী দলনেতাকে।’’

Comments :0

Login to leave a comment