General Elections 2024

আগুনে বিধ্বস্ত রাজকোটের গেমিং জোন, ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা

জাতীয়

গুজরাটের রাজকোটের যে গেমিং জোনে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়, সেখানে দমকল বিভাগের নো অবজেক্টিভ সার্টিফিকেট (এনওসি) ছিল না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গেমিং জোনে প্রবেশ এবং প্রস্থান উভয় হিসাবে কেবল একটি রুট ব্যবহার করা হতো। এছাড়া জোনের বিভিন্ন পকেটে হাজার হাজার লিটার পেট্রোল ও ডিজেল মজুত করা। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো কাঠামোটি পুড়ে যায়।
এখন পর্যন্ত নয় শিশুসহ ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বিশেষ তদন্তকারী দলের (সিট) সদস্যরা জানিয়েছেন, মৃতদেহগুলি এতটাই পুড়ে গেছে যে মৃতদেহগুলি সনাক্ত করা যায়নি এবং নিহতদের ও তাদের আত্মীয়দের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
রবিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অগ্নিকাণ্ডস্থলে গিয়ে ত্রাণ তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ধারকাজে হাত দিতে প্যাটেলের সঙ্গে কথা বলেন। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Comments :0

Login to leave a comment