REMAL KANTI GANGULY

সুন্দরবনে ভাঙছে নদী বাঁধ, ঝোড়ো হাওয়া

রাজ্য

Kanti Ganguly appeals

‘রেমাল’র দাপটে  সুন্দরবনের বিভিন্ন প্রান্তের নদী বাঁধ দিয়ে‌ জল‌ ঢুকছে। কেবল সুন্দরবন নয়, রাজ্যের বহু এলাকায় নেই বিদ্যুৎ। 
সন্দেশখালির বেড়মজুর, জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের ভাঙা তুষখালির কাছারিপাড়ার বাঁধ বিপজ্জনক হয়ে পড়েছে।
হিঙ্গলগঞ্জের বোলতলা,  রূপমারীতে মালেকান ঘুমটির বিভিন্ন বাঁধে ভাঙন দেখা যাচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনার পুঁইজালিতে একাধিক বাঁধ বসে গেছে।

সুন্দরবন এলাকায় বাঁধ রক্ষার জন্য আবেদন জানাচ্ছেন কান্তি গাঙ্গুলি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ সিপিআই(এম) নেতার আবেদন, সবাই মিলে বাঁচাতে হবে নদীবাঁধ। শুনুন ভিডিও।

Comments :0

Login to leave a comment