Kalinga Super Cup

সুপার কাপে বাংলার একমাত্র প্রতিনিধি মোহনবাগান

খেলা

SUPER CUP QUARTER FINALS ছবি সৌজন্য - আইএসএল অফিসিয়াল ফেসবুক পেজ

শনিবার সুপার কাপে বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে নামবে মোহনবাগান। কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৪:৩০টেয়। ইস্টবেঙ্গল ও মহামেডান আগেই বিদায় নিয়েছে। এইবার বাংলার একমাত্র দল হিসেবে সুপার কাপে রয়েছে মোহনবাগান। সদ্য আইএসএল শিল্ড ও কাপ জিতেছে সবুজ মেরুন। নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়ে আসেনি ম্যানেজমেন্ট। দলের অধিনায়কত্ব সামলাবেন দীপক টাংরি। মলিনা নয় বরং কোচের দায়িত্বে থাকছেন বাস্তব রায়। সঙ্গে যেমন থাকছেন আশিক , সাহাল , গ্লেন , দীপেন্দু , অভিষেক , টাংরি , ধীরাজদের মতো সিনিয়র দলের কিছু ফুটবলাররা। তেমনই আবার রয়েছেন রবি রানা , অমনদীপ , সালাহউদ্দিন , সেরটোর মত রিসার্ভ দলের খেলোয়াড়রাও। বাস্তব রায়ের মূল লক্ষ্যই হল এই দুই দলের খেলোয়াড়দের মধ্যে সমন্বয় গড়া। ত্রিমুকুটের লক্ষ্যে শনিবার কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স । গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলকে একপ্রকার নাস্তানাবুদ করে দিয়েছিলেন নোয়া। তাই শনিবার তাকে রোখাই মূল চ্যালেঞ্জ দীপেন্দু , রবি রানাদের। একমাত্র বিদেশী হিসেবে খেলবেন নুনো রেয়েস। তাই তাকেও নিজের পারফরম্যান্সের দ্বারা দলের পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে হবে। অন্য কোয়ার্টারের ম্যাচে গোয়ার মুখোমুখি হবে পাঞ্জাব। খেলাটি হবে রাত ৮টায়।

মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - ধীরাজ , দীপেন্দু , সাহিল , অমনদীপ , রবি রানা , নুনো , টাংরি , সাহাল , আশিক , সালাহউদ্দিন ও সুহেল ভাট।        

Comments :0

Login to leave a comment