Samyukta Kisan Morcha

২৬ নভেম্বর সব রাজ্যে রাজভবন অভিযান কৃষকদের

জাতীয়

Samyukta Kisan Morcha

ফসলের সঙ্গত দাম নিশ্চিত হয়নি আজও। পাশ হয়নি আইন। কথার খেলাপ করেছে নরেন্দ্র মোদী সরকার। টানা আন্দোলনেই ফের নামবেন কৃষকরা। ২৬ নভেম্বর দেশের সব রাজ্যে হবে ‘রাজভবন অভিযান।’ রাজ্যপালদের হাত দিয়ে রাষ্ট্রপতিকে পাঠানো হবে স্মারকলিপি। 
বৃহস্পতিবার এই কর্মসূচি জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। রাজভবনের অভিযানের আগে, ১৯ নভেম্বর দেশের সর্বত্র ‘ফতেহ দিবস’ পালন করার ডাক দিয়েছে মোর্চা। ২০২১’র ১৯ নভেম্বর তিন কৃষি আইন বাতিলের ঘোষণা করতে বাধ্য হয়েছিল কেন্দ্র। সেই দিনটিতেই বিজয় দিবস পালন করবেন কৃষকরা। এক বছর আগে থেকে দিল্লি ঘিরে শান্তিপূর্ণ অবস্থানে বসে ছিলেন কৃষকরা। ২০২০’র ২৬ নভেম্বর দিল্লিতে শুরু হয়েছিল অবস্থান। 


সংরক্ষিত কৃষি বাজার তুলে দিয়ে কর্পোরেট চাষে বাধ্য করার ব্যবস্থা ছিল কেন্দ্রের আইনে। প্রতিবাদে দিল্লি অভিযানে শামিল হয়েছিল দুশোর বেশি কৃষক সংগঠন। সারা ভারত কৃষকসভার মতো বহু সংগঠনকে নিয়ে গড়ে ওঠে সংযুক্ত কিষান মোর্চা। বিবৃতিতে মোর্চা বলেছে, নতুন লড়াইয়ে নামতে হচ্ছে কৃষকদের। কারণ দিল্লি থেকে আন্দোলন তুলে নেওয়ার আগে ন্যূনতম দাম বা ‘এমএসপি’ নিশ্চিত করার আইন তৈরির লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। 

 

কিন্তু সেই প্রতিশ্রুতি মানা হয়নি। ‘ঋণ মুক্তি-পুরো দাম’ স্লোগানে চলবে আন্দোলন। ১-১১ ডিসেম্বর সাংসদের দপ্তরের সামনে মিছিল হবে। 
মোর্চা মনে করিয়েছে নয়া উদারবাদ চালুর পর থেকে দেশে বাড়ছে কৃষক আত্মহত্যা। ১৯৯৫ থেকে অন্তত ৪ লক্ষ কৃষক আত্মঘাতী হয়েছেন ঋণের চাপে। 
 

Comments :0

Login to leave a comment