দার্জিলিঙয়ের সিটং যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ল পর্যটক বোঝাই ছোট চার চাকার গাড়ি। ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাঁচ পর্যটক। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে আলিপুরদুয়ার থেকে পাঁচজন পর্যটক সিটঙের উদ্দেশ্যে রওনা হন। সিটং এর কাছাকাছি কারমাত নামক একটি জায়গায় পাহাড়ি পথের বাক নিতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ৩০০ ফুট নিচে পাহাড়ি খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরেই উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় মানুষজন। চলে আসে সেবক ফাঁড়ির পুলিশ। আহতদের মধ্যে অলকা নামে এক পর্যটকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। বাকি চারজন পর্যটকদের সবাই কম বেশি আহত হয়েছেন। গাড়ির গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Tourist Car Accident
সিটংয়ে খাদে পড়ল পর্যটকবাহী গাড়ি, জখম ৫
×
Comments :0