সমান্তরাল প্রেমের সম্পর্কর জেরেই খুন হয়েছেন বাসন্তীর অষ্টম শ্রেণীর ছাত্রী। এই খুনের ঘটনায় বুদ্ধিশ্বর সরদার ও দীপেন কয়াল নামে ২ যুবক গ্রেপ্তার হয়েছে। ধৃতরা একই গ্রামের বাসিন্দা।
বাসন্তীর বাসিন্দা নিহত ওই ছাত্রী গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। ১১ দিন পর সোমবার বিকেলে বাড়ির কাছে একটি ধান জমি থেকে মাটি খুঁড়ে নিহত ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর সন্দেহভাজন স্থানীয় ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে বাসন্তী থানার পুলিশ। জেরায় ওই দুই যুবক নাবালিকাকে খুন করার ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক। ধৃতদের মঙ্গলবারআলিপুর আদালতে হাজির করে পুলিশ। এদিনই আলিপুরে কাটাপুকুর মর্গে নিহত ওই ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ওই আধিকারিক জানান, খুনের ঘটনা কবুল করে জেরায় ধৃতরা তদন্তকারী পুলিশ আধিকারিকদের বলেছে, তাদের সঙ্গে ওই ছাত্রী সমান্তরাল প্রেম চালিয়ে যাওয়ায় তারা খুন করেছে। একই গ্রামের বাসিন্দা তারা। এই খুনের ঘটনায় জানা গিয়েছে, স্থানীয় যুবক দীপেন কয়ালের সঙ্গে প্রথমে ওই ছাত্রীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই একই গ্রামের বাসিন্দা বুদ্ধিশ্বর সরদারের সঙ্গে তাঁর ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্ব থেকে তাদের মধ্যে সম্পর্ক হয়। এদিকে দীপেন কয়ালের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা জানতে পেরে বুদ্ধিশ্বর সরদার আপত্তি জানিয়ে দীপেন কয়ালকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল প্রেমিকাকে। কিন্তু ওই নাবালিকা রাজী হয়নি। এনিয়ে তাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছিল কিছুদিন ধরে। গত ৯ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে দুই প্রেমিক ডেকে নিয়ে যায়। সমান্তরালভাবে গ্রামের দুই যুবকের সঙ্গে প্রেম চালিয়ে যাওয়ায় ওই দুই যুবক একমত হয় যে, তাদের জীবন নষ্ট করতে চাইছে এই ছাত্রী। এরপরই তারা খুন করার সিদ্ধান্ত নেয়।
তারা বাসন্তী থানার তদন্তকারী পুলিশ আধিকারিকদের জানিয়েছে, প্রেমিকার হাত, পা চেপে ধরেছিল দীপেন কয়াল। বুদ্ধিশ্বর সরদার ব্লেড দিয়ে গলার নলি কেটে দিয়েছিল। ঘটনাস্থলে মৃত্যুর পর তাঁর মৃতদেহ ওই ধান জমিতে তারা মাটি খুঁড়ে চাপা দিয়েছিল।
এদিকে নিখোঁজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার হওয়ায় তাঁর পরিবার পরপর ধর্ষণ ও খুনের অভিযোগ তুললেও ধৃতরা পুলিশি জেরায় ছাত্রীকে ধর্ষণ করার বিষয়ে কোন স্বীকারোক্তি করেনি বলে জানা গিয়েছে। তবে ময়নাতদন্তর রিপোর্ট না আসা পর্যন্ত এবিষয়ে কিছু বলতে অস্বীকার করেন ওই পুলিশ আধিকারিক।
Basanti Student Murder
অষ্টম শ্রেণির ছাত্রীকে খুন, বাসন্তীতে গ্রেপ্তার ২
×
Comments :0