গোটা মরশুমে যাদের খেলার সুযোগ হয়নি, তাদের কাছে একটা বড় সুযোগ করে দিতে সুপার কাপে ভালো ফল করবে আমাদের দল। যারা ভালো খেলবে তাদের মধ্যে থেকে আগামী মরশুমের জন্য ভালো কিছু খেলোয়াড় পাওয়া যেতে পারে। এর মধ্যে দিয়ে দল শক্তিশালী হবে। শিলিগুড়িতে এমনটাই বললেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু। শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে শান্তিপ্রিয় গুহ মেমোরিয়াল অনর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা। বুধবার ছিল প্রতিযোগিতার দ্বিতীয় দিন। এদিনের প্রতিযোগিতায় সস্ত্রীক যোগদান করেন শুভাশিস বসু। ইদানিংকালে শহর শিলিগুড়ি ও দার্জিলিং পাহাড় থেকে খেলোয়াড় উঠে না আশায় একটু হতাশা প্রকাশ করে বলেন, সুযোগের অপেক্ষা। ভালো সুযোগ আসলে এখানকার খেলোয়াড়েরাও ভীষণ ভালো খেলবে। মোহনবাগানের অধিনায়ককে এদিন মাঠে পেয়ে আনন্দে আপ্লুত শিলিগুড়ি মেরিনার্স ফ্যান ক্লাব৷ পুষ্পস্তবক ও স্মারক দিয়ে বরণ করলেন অধিনায়ককে। পাশাপাশি শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমির পক্ষ থেকেও স্মারক দিয়ে শুভাশিস বসুকে সম্মান জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ২০১৭ সালে আমি আমার জীবনের প্রথম ডার্বি শিলিগুড়িতে খেলেছিলাম। শিলিগুড়ি আমার দ্বিতীয় বাড়ি। শশুর বাড়িও এখানে। শিলিগুড়ির প্রতি একটা আলাদা ভালোবাসা বা টান রয়েছে বলতে পারেন। একটা সময় ছিল যখন শিলিগুড়ি সহ পাহাড় থেকে বহু খেলোয়াড়রা কলকাতায় যেত। এই সময় সেই সংখ্যাটা কমে গেছে। শহর থেকে গ্রামের দিকে কোচিং সেন্টারের সংখ্যা বৃদ্ধি করে খেলোয়াড় বাছাই করে অনুশীলন করাতে হবে। এভাবেই বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আগামী দিনে ভালো খেলোয়াড় পাওয়া যাবে।
কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলায় যাদের প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, দেশের প্রতিটি মানুষ সুরক্ষিত থাকুন এটাই চাই। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে স্ত্রী কস্তুরী ছেত্রী সহ শ্বশুর ও শ্বাশুড়িকে নিয়ে হাজির মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু খুদে খেলোয়ারদের উৎসাহিত করতে সেলফি তোলার পাশাপাশি অটোগ্রাফও দিয়েছেন।
Subhasish Siliguri Mohun Bagan
শিলিগুড়ির ফুটবল প্রতিযোগিতায় মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু

×
Comments :0