সীমান্ত সিল করার দায়িত্ব কেন্দ্রের সরকারের। সে কাজে ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার বদলে কেবল সন্দেহের বশে বাংলাভাষী সংখ্যালঘুদের সীমান্তের ওপারে ঠেলে পাঠানো হচ্ছে। এ কাজ চলতে পারে না।
কলকাতা হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে শুক্রবার এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 
এদিন কলকাতা হাইকোর্টে প্রবল ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্র। সব পরিচয়পত্র থাকার পরও যেভাবে সন্তানসম্ভবা সোনালি বিবি সহ সাত জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোকে আইনানুগ মনে করেনি হাইকোর্ট। তাঁদের ফেরত আনার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। 
চক্রবর্তী বলেছেন, অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে, কোনও নিয়মবিধি না মেনে। সেদেশে তাঁরা কী করবেন?  
তিনি বলেছেন, নাগরিকত্ব নিয়ে সর্বনাশা খেলা খেলছে দিল্লির বিজেপি সরকার। এই খেলা মূলত বাংলার মানুষের বিরুদ্ধে। দেশভাগের নাম করে বাংলাকে ভাগ করে বাঙালির জাতিসত্ত্বাকে ধ্বংস করার ব্যবস্থা হয়েছিল। আজ তার জন্য মানুষকে ভুগতে হচ্ছে। একবার দিল্লি এনআরসি বলছে, আরেকবার সন্দেহজনক ভোটার বলছে। আদালত বুঝিয়ে দিয়েছে ভারতে এই ছেলেখেলা চলতে পারে না।
Pushback Sujan Chakrabarty
নাগরিকত্ব নিয়ে সর্বনাশা খেলা খেলছে দিল্লি, ‘পুশব্যাক’ রায়ে প্রতিক্রিয়া চক্রবর্তীর
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0