English Premiere league

প্রিমিয়ার লিগে রবিবার ম্যান ইউনাইটেড ও টটেনহ্যাম

খেলা

EPL Manchester United totenham ছবি প্রতিকী

 



 

রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নামতে চলেছে টটেনহ্যাম ও ম্যান ইউনাইটেড। সন্ধ্যা ৭:৩০ টায় লেস্টার সিটির বিরুদ্ধে নামবে রিচার্লিসনরা। রবিবার রাত ১২:৩০টায় ( সোমবার ) ফুলহ্যামের বিরুদ্ধে নামবে ম্যান ইউনাইটেড। রুবেন অ্যামোরিমের দলে লক্ষ্যণীয় ধারাবাহিকতার অভাব। গত ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে হারের পর রবিবার রাতে ঘুরে দাঁড়ানোর ম্যাচ রুবেনের। শনিবারের ম্যাচে ইপস্উইচকে ৪ -১ গোলে হারিয়েছে সালাহরা। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্নে স্লটের দল। অন্য ম্যাচে চেলসিকে ৩ -১ গোলে হারিয়েছে ম্যান সিটি।

Comments :0

Login to leave a comment