CITU

অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে, রামপুরহাটে কারখানার গেটে বিক্ষোভ সিআইটিইউর

জেলা

মঙ্গলবার রামপুরহাটে স্লিপার কারখানার গেটের সামনে বিক্ষোভ। ছবি :রুহুল আমিন।

রামপুরহাট পিএসসি স্লিপার লিমিটেড ফ্যাক্টরির ৩১০ জন অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করার দাবিতে সিআইটিইউ অনুমোদিত রামপুরহাট পিএসসি স্লিপার লি: ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ সভা হয় মঙ্গলবার ওই কারখানার গেটের সামনে।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, সিআইটিইউ নেতা অমিতাভ সিং, সিরাজুল ইসলাম, ফ্যাক্টারির শ্রমিক নেতা আব্দুল বারি, সাদেক শেখ, ফিরোজ শেখ প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, "শ্রমিকদের দাবি না মানলে ডিসেম্বর মাসে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তর অভিযান হবে। রামপুরহাট পিএসসি স্লিপার ফ্যাক্টরিতে সর্বশেষ ২০১১ সালের শুরুতে স্থায়ী শ্রমিক নিয়োগ হয়েছিলো। সেই সময় অস্থায়ী শ্রমিকদের মধ্যে থেকেই সিনিয়ারিটি অনুসারে স্থায়ীকরণ হয়। ফ্যাক্টরিতে ২১০ জন স্থায়ী শ্রমিক ছিলেন। তারপর থেকে আর কোনও স্থায়ীকরণ হয়নি। ফ্যাক্টরিতে এই ১৪ বছরে প্রায় ১৬৫ জন স্থায়ী শ্রমিক অবসর গ্রহণ করেছেন। ৭ জন শ্রমিক কর্মজীবন চলা অবস্থায় প্রয়াত হয়েছেন। বর্তমানে ফ্যাক্টরিতে ৪২ জন স্থায়ী শ্রমিক রয়েছে।
এদিনের সভায় জেলা সিআইটিইউ নেতা অমিতাভ সিং অভিযোগ করে বলেন, "ফ্যাক্টরির কাজ বাড়লেও স্থায়ী শ্রমিক নিয়োগ করছে না মালিক পক্ষ। কাজের চাপে প্রায় কর্মরত অবস্থায় শ্রমিকরা দুর্ঘটনার কবলে পড়ছেন। বর্তমানে ফ্যাক্টরিতে ৩১০জন অস্থায়ী শ্রমিক আছে।" 
সিআইটিইউ দাবি জানিয়েছে, ৩১০ জন অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে। প্রতি শিফটে পর্যাপ্ত শ্রমিককে কাজে যুক্ত করতে হবে। ক্রসিং স্লিপার তৈরির জন্য অতিরিক্ত মজুরি দিতে হবে। এই দাবি না মানলে জোরদার আন্দোলনের পথে নামবে সিআইটিইউ। মালিক পক্ষের কোনও টালবাহানা বরদাস্ত করা হবেনা। শ্রমিকদের দাবি পূরণ না হলে রাস্তায়, ফ্যাক্টরির গেটের সামনে লাগাতার আন্দোলন চলবে। একঘন্টা ধরে বিক্ষোভ চলে সেখানে। সভায়  সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আপেল শেখ। পরে একদল প্রতিনিধি দাবি পত্র সহ ডেপূটেশন দেন কারখাননার ম্যানেজারকে।

 

Comments :0

Login to leave a comment