বৃহস্পতিবার শেষ হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই । দুই পর্বের লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মোট ৮টি দল।বেনফিকাকে ৩-১ ( দুই পর্ব মিলিয়ে ৪-১ ) গোলে হারিয়েছে বার্সিলোনা। নেদ্যারল্যান্ডসের দল ফেনারউডকে ২-১ ( দুই পর্ব মিলিয়ে ৪-১ ) গোলে হারিয়েছে ইন্টার মিলান। লিভারপুলকে টাইব্রেকারে ৪-১ ( দুই পর্ব মিলিয়ে ১-১ ) গোলে হারিয়েছে পিএসজি। জার্মান দুই শক্তিধর দলের ম্যাচে লেভারকুরসেনকে ২-০ ( দুই পর্ব মিলিয়ে ৫-০ ) গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ফ্রান্সের দল লিল্লেকে ২-১ ( দুই পর্ব মিলিয়ে ৩-২ ) গোলে হারিয়েছে ডর্টমিউন্ড। ক্লাব ব্রুজকে ৩-০ ( দুই পর্ব মিলিয়ে ৬-১ ) গোলে হারিয়েছে এস্টন ভিলা। পিএসভির বিরুদ্ধে আর্সেনাল ড্র করেছে ২-২ ( দুই পর্ব মিলিয়ে ৯-৩ ) গোলে এবং মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোকে টাইব্রেকারে ৪-২ ( দুই পর্ব মিলিয়ে ২-২ ) গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
শেষ আটের লড়ায়ে আগামী ৯এপ্রিল ভারতীয় সময় রাত ১২:৩০টায় আলিয়াঞ্জ এরিনায় প্রথম লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও ইন্টার মিলান। ঐদিন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ১২:৩০টায় আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগ হবে সানসিরো এবং সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ১৭এপ্রিল। ১০এপ্রিল তৃতীয় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সিলোনায় ভারতীয় সময় রাত ১২:৩০টায় মুখোমুখি হবে বার্সিলোনা ও ডর্টমিউন্ড। ঐদিন শেষ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে পিএসজির বিরুদ্ধে নামবে এস্টন ভিলা ভারতীয় সময় রাত ১২:৩০টায়। আগামী ১৬এপ্রিলে দ্বিতীয় লেগে ভিলা পার্কে নামবে এস্টন ভিলা ও পিএসজি এবং সিগন্যাল এডুনা পার্ক স্টেডিয়ামে নামবে ডর্টমিউন্ড ও বার্সিলোনা।
Comments :0