ক্লাব ফুটবলের সাময়িক বিরতিতে ফুটবলপ্রেমী মানুষ মগ্ন থাকবে জাতীয় দলের খেলাগুলিতে। ইউরোপের নেশনস লিগের ম্যাচে বৃহস্পতিবার আর্মেনিয়ার সঙ্গে খেলবে জর্জিয়া ( রাত ১০:৩০টায় )। বুলগেরিয়া বনাম আয়ারল্যান্ড ( রাত ১:১৫ ) , কসভো বনাম আইসল্যান্ড ( রাত ১:১৫ ), স্লোভাকিয়া বনাম স্লোভেনিয়া ( রাত ১:১৫ ) , তুর্কি বনাম হাঙ্গেরি ( রাত ১০:৩০ ) , ইউক্রেন বনাম বেলজিয়াম ( রাত ১:১৫) , গ্রিস বনাম স্কটল্যান্ড ( রাত ১:১৫ )। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ডেনমার্কের পার্কেন স্টেডিয়ামে ড্যানিশদের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানোর পর্তুগাল। খেলাটি শুরু হবে রাত ১:১৫তে । ক্রোয়েশিয়ার পোলজুড স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তির ম্যাচে নামবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। ২০১০ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তির ম্যাচে নামবে নেদ্যারল্যান্ডস ও স্পেন। এছাড়াও সানসিরোতে মেগা ম্যাচে নামবে ইতালি ও জার্মানি। বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে নামবে ইংল্যান্ড ও আলবেনিয়া।
UEFA Nations League & European Qualifier Matches
নেশনস লিগে রোনাল্ডোর পর্তুগাল , ইউরোপের যোগ্যতাঅর্জন পর্বের লড়াই

×
Comments :0