UEFA Nations League & European Qualifier Matches

নেশনস লিগে রোনাল্ডোর পর্তুগাল , ইউরোপের যোগ্যতাঅর্জন পর্বের লড়াই

খেলা

UEFA Nations League  European Qualifier Matches

ক্লাব ফুটবলের সাময়িক বিরতিতে ফুটবলপ্রেমী মানুষ মগ্ন থাকবে জাতীয় দলের খেলাগুলিতে। ইউরোপের নেশনস লিগের ম্যাচে বৃহস্পতিবার আর্মেনিয়ার সঙ্গে খেলবে জর্জিয়া ( রাত  ১০:৩০টায় )। বুলগেরিয়া বনাম আয়ারল্যান্ড ( রাত ১:১৫ ) , কসভো বনাম আইসল্যান্ড ( রাত ১:১৫ ), স্লোভাকিয়া বনাম স্লোভেনিয়া ( রাত ১:১৫ ) , তুর্কি বনাম হাঙ্গেরি ( রাত ১০:৩০ ) , ইউক্রেন বনাম বেলজিয়াম ( রাত ১:১৫) , গ্রিস বনাম স্কটল্যান্ড ( রাত ১:১৫ )। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ডেনমার্কের পার্কেন স্টেডিয়ামে ড্যানিশদের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানোর পর্তুগাল। খেলাটি শুরু হবে রাত ১:১৫তে । ক্রোয়েশিয়ার পোলজুড স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তির ম্যাচে নামবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। ২০১০ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তির ম্যাচে নামবে নেদ্যারল্যান্ডস ও স্পেন। এছাড়াও সানসিরোতে মেগা ম্যাচে নামবে ইতালি ও জার্মানি। বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে নামবে ইংল্যান্ড ও আলবেনিয়া।    

Comments :0

Login to leave a comment