UEFA Nations League Quarter Final First Legs

নেশনস লিগে ডেনমার্কের কাছে হার পর্তুগালের

খেলা

UEFA Nations League Quarter Final First Legs

নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে শুক্রবার পার্কেন স্টেডিয়ামে রোনাল্ডোর পর্তুগাল হেরে গেলো ডেনমার্কের কাছে। গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রোসমাস হলুন্ড রোনাল্ডোর সামনেই রোনাল্ডোর মতন করে ' সিউউউউ ' সেলিব্রেশন করেন। এছাড়াও সানসিরোতে মেগা ম্যাচে জার্মানির কাছে ২-১ গোলে হার ইতালির। প্রথমে গোল করে টোনালি ইতালিকে এগিয়ে দিলেও ৪৯মিনিটে ক্লেনডেন্সক এবং ৭৬মিনিটে গোরেৎজকা গোল করে জয় এনে দেন জার্মানির। নেদ্যারল্যান্ডসের সঙ্গে ড্র করল স্পেন ২-২ গোলে। ৯মিনিটে নিকো উইলিয়ামস গোল করে এগিয়ে দিলেও ২৮ এবং ৪৬মিনিটে গ্যাকপো এবং রেইনডার্সের গোলে এগিয়ে যায় নেদ্যারল্যান্ডস। ম্যাচে শেষ ৯০+৩ মিনিটে মিকেল মেরিনোর গোলে সমতা ফেরায় স্পেন। ম্যাচে লাল কার্ড দেখেন নেদ্যারল্যান্ডসের হাতো। ফ্রান্সকে ২-০ গোলে হারালো ক্রোয়েশিয়া।    

Comments :0

Login to leave a comment