নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে শুক্রবার পার্কেন স্টেডিয়ামে রোনাল্ডোর পর্তুগাল হেরে গেলো ডেনমার্কের কাছে। গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রোসমাস হলুন্ড রোনাল্ডোর সামনেই রোনাল্ডোর মতন করে ' সিউউউউ ' সেলিব্রেশন করেন। এছাড়াও সানসিরোতে মেগা ম্যাচে জার্মানির কাছে ২-১ গোলে হার ইতালির। প্রথমে গোল করে টোনালি ইতালিকে এগিয়ে দিলেও ৪৯মিনিটে ক্লেনডেন্সক এবং ৭৬মিনিটে গোরেৎজকা গোল করে জয় এনে দেন জার্মানির। নেদ্যারল্যান্ডসের সঙ্গে ড্র করল স্পেন ২-২ গোলে। ৯মিনিটে নিকো উইলিয়ামস গোল করে এগিয়ে দিলেও ২৮ এবং ৪৬মিনিটে গ্যাকপো এবং রেইনডার্সের গোলে এগিয়ে যায় নেদ্যারল্যান্ডস। ম্যাচে শেষ ৯০+৩ মিনিটে মিকেল মেরিনোর গোলে সমতা ফেরায় স্পেন। ম্যাচে লাল কার্ড দেখেন নেদ্যারল্যান্ডসের হাতো। ফ্রান্সকে ২-০ গোলে হারালো ক্রোয়েশিয়া।
UEFA Nations League Quarter Final First Legs
নেশনস লিগে ডেনমার্কের কাছে হার পর্তুগালের

×
Comments :0