Uluberia Blast

উলুবেড়িয়ার আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪

জেলা

ফাইল ছবি

উলুবেড়িয়ার আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪। মনীষা খাতুন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হলো বুধবার। সে গুরুতর আহত অবস্থায় কলকাতায় ভর্তি ছিল। মৃত কিশোরীর বাড়ি উলুবেড়িয়া পুরসভার ২১ নং ওয়ার্ডের বানীবনে। সে স্থানীয় গঙ্গারামপুর হাই স্কুলের একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্রী ছিল সে। তার মৃত্যুর খবরে তার বসত বাড়ি এলাকায় ও স্কুলে শোকের ছায়া নেমে আসে। এদিন গঙ্গারামপুর হাই স্কুল ছুটি ঘোষনা করে স্কুল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় অগ্নিদগ্ধ হয়ে ৩ শিশুর মৃত্যু হয়। প্রথম থেকেই পুলিশ প্রশাসন ব্যাপারটি ধামাচাপা দিতে থাকে। পুলিশ প্রথম থেকেই ব্যাপারটি বাজি পোড়াতে গিয়ে দুর্ঘটনা বলে চালাতে থাকে। যদিও স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়ে অন্য ঘটনার কথা শোনা যায়। পুলিশ বেআইনীভাবে কাটা তেল মজুতের বিষয়টিকে প্রথম থেকে চেপে যেতে চাইলেও যত সময় গড়ায় বেআইনীভাবে কাটা তেল মজুতের তথ্য প্রতিষ্ঠিত হয়। বেআইনীভাবে কাটা তেল ব্যবসায় পুলিশের মদত ও তোলা তোলার অভিযোগ আসে স্থানীয়দের পক্ষ থেকে। পরেরদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছিল, তার চারদিকে পড়ে রয়েছে পেট্রোল ভর্তি বোতল। এছাড়াও পড়ে রয়েছে পোড়া বোতল ও পেট্রোল মাপার ক্যান। ঘটনা ঘটার পর থেকেই পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে। কিন্তু ঘটনার প্রায় ৬দিন কেটে গেলেও ঘটনার তদন্তে কোন ফরেন্সিক দল আসেনি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তুলছে, বেআইনীভাবে কাটা তেল মজুতের তথ্য সামনে চলে আসবে বলে পুলিশ ফরেন্সিক দলকে ঘটনাস্থলে আনছেনা।

Comments :0

Login to leave a comment