VEZUELA SOUTHCOM

মার্কিন সাউথকমের থেকে পাঠ নেব না গণতন্ত্রের, উস্কানির জবাবে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক

বিজয় সমাবেশে নিকেলাস মাদুরো।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাদার্ন কমান্ডের প্রধান লরা রিচার্ডসনের সক্রিয়তাকে হস্তক্ষেপ আখ্যা দিল ভেনেজুয়ালা। দেশের বিদেশ মন্ত্রক বলেছে, সাদার্ন কমান্ড (সাউথকম)’র এই হস্তক্ষেপকে খারিজ করতে ভেনেজুয়েলা। 
ভেনেজুয়েলার সদস্য সমাপ্ত নির্বাচনে রাষ্ট্রপতি পদে ফের জয়ী হয়েছেন হুগো সাভেজপন্থী নিকোলাস মাদুরো। বৃহস্পতিবারই মাদুরো দেশের বিভিন্ন জায়গায় জনসমাবেশে বলেছেন, ‘‘ভেনেজুয়েলা চায় শান্তি, চায় দেশের পুর্নর্গঠন। তার জন্য সব অংশের সঙ্গে আলোচনার মাধ্যমে এগোতে তৈরি আমরা। আমরা ইতিহাসের পক্ষে। আমরা সত্যের পক্ষে। এটিই আমাদের সবচেয়ে বড় শক্তি।’’
ভেনেজুয়েলার নির্বাচনকে প্রথম থেকে ‘ভুয়ো’ আখ্যা দিয়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়া। পর্যবেক্ষকদের অনেকেই বলেছেন, পশ্চিমী সাম্রাজ্যবাদী শিবিরের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। মাদুরো হারলে গণতন্ত্রের জয়। আর মাদুরো জয়ী হলে গণতন্ত্র ভুলুন্ঠিত! শুরুতেই ঠিক করে দিয়েছে গণতন্ত্রের বিচার কিভাবে করা হবে।’’ 
নির্বাচনের পর থেকে সেই ভূমিকাই নিতে শুরু করে পশ্চিমী সংবাদমাধ্যমের নেতৃত্বে এই দেশগুলিতে আসীন বিভিন্ন সরকার। এর মধ্যে ভেনেজুয়েলার সরকারকে খোলাখুলি আক্রমণ করেছেন সাউথকমের প্রধান রিচার্ডসন। বৃহস্পতিবার জবাবে ভেনেজুয়েলার বিদেশ মন্ত্রী ইয়ান গিল বলেছেন, ‘‘ভেনেজুয়েলার গণতন্ত্র নিয়ে কথা বলছেন চিলির মাটিতে দাঁড়িয়ে। সাউথকমেরই আগের প্রধানরা এই চিলিতে গিয়েই দেখা করতেন স্বৈরশাসক পিনোচেতের সঙ্গে। যু্গ্ম পরিচালনায় হয়েছে ভয়ঙ্কর অভিযান। নিহত হয়েছেন হাজার হাজার লাতিন আমেরিকান। তিনি সেখানে গিয়ে ভেনেজুয়েলাকে আক্রমণ করছেন, যখন আমরা ভেনেজুয়েলার মাটিতে উগ্র দক্ষিণপন্থা আর ফ্যঅসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করছি। এই সব শক্তিই ভেনেজুয়েলার মাটিতে সক্রিয় আমেরিকার মদতে। লরা রিচার্ডসনরা লাতিন আমেরিকার মাটিতে বলিভেরীয় বিপ্লবের চাকাকে উলটো দিকে ঘুরিয়ে দিতে চাইছেন।’’
আমেরিকার আক্রমণের অন্যতম বিন্দু ভেনেজুয়েলা ছেড়ে অন্য দেশে চলে যাওয়া। গিল বলেছেন, ‘‘রিচার্ডসনরা ভুলে যাচ্ছেন কেন ভেনেজুয়েলাকে তীব্র অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি পড়তে হচ্ছে। তার কারণ তাঁদেরই চাপিয়ে দেওয়া অমানবিক বেআইনি অর্থনৈতিক অবরোধ। তিনি আসলে উসকে দিতে চাইছেন এদেশের ছোট ছোট সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে। এই খেলা আমরা ধরে ফেলেছি।’’ 
চিলিতে দক্ষিণ আমেরিকা প্রতিরক্ষা সম্মেলনে রিচার্ডসন বলেন, ‘‘গণতন্ত্রের মৌলিক ভিত্তির ওপর আঘাতের অন্যতম নমুনা ভেনেজুয়েলা।’’
গিল বলেছেন, ‘‘গত দু’দিন রাজধানী কারাকাসে এবং অন্যত্র কিভাবে জনতা নির্বাচনের পলাফলে বিজয় উৎসব পালন করেছেন তা দেখতে পাচ্ছে না আমেরিকা। আসলে গোটা বিশ্বকে চোখ বন্ধ রাখতে বলছে।’’
মাদুরোর বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ছিলেন মোট নয়জন। সবচেয়ে এগিয়ে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি মদতে ভোটে লড়া অতি দক্ষিণপন্থী এডমান্ডো গনজালেজ।

Comments :0

Login to leave a comment