মধ্যপ্রদেশ এবং কেরালার মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচে গোড়ালিতে চোট পেলেন তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। বৃহস্পতিবার তিরুবনন্তপুরমের সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে মধ্যপ্রদেশ এবং কেরালার মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ চলছিল। ১৭.২ ওভারে ৪ উইকেটে ৪৯ রানে ব্যাট করতে নেমে দলকে সম্মানজনক স্কোর এনে দেওয়ার দায়িত্ব আইয়ারের উপর ছিল। কিন্তু মাত্র তিনটি বলের পর, ব্যাট করার সময় তাঁর গোড়ালিতে আঘাত লাগে। অসহ্য যন্ত্রণায় মাঠেই লুটিয়ে পড়েন। দলের ফিজিও দ্রুত পৌঁছে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু তিনি আর ব্যাটিং করতে পারেননি। ‘রিটায়ার্ড হার্ট’ ঘোষণা করতে হয়। যন্ত্রণা এতোটাই ছিল যে ফিজিওর সাহায্যে তাকে মাঠ ছাড়তে হয়। খেলার শেষের দিকে আইয়ারকে ডাগআউটে বসে থাকতে দেখা যায়, তিনি কেবল একটি প্যাড পরেছিলেন তাঁর চোট লাগা পায়ের সাপোর্টের জন্য একটি চেয়ারে রেখেছিলেন। কেকেআর সমর্থকরা আইয়ারের চোট নিয়ে উদ্বিগ্ন। দলটি আইয়ারকে আইপিএল ২০২৫’র মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল। যদিও মধ্যপ্রদেশ দলের তরফে কিংবা কেকে আরের তরফে অফিসিয়াল কিছু জানানো হয়নি আইয়ারের চোটের বিষয়ে৷ তবে নিঃসন্দেহে তাঁর চোটের ধরনে উদ্বিগ্ন নাইট অনুরাগীরা৷ ২০২৪ আইপিএলের মরশুমে কেকেআরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ১৫টি ম্যাচে ৩৭০ রান করেছিলেন তিনি। ব্যাটিং গড় ছিল ৪৬.২৫। এই চোটের কারণে যদি কেকেআরের ২৩.৭৫ কোটির এই ক্রিকেটার আইপিএলে খেলতে না পারেন তবে দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। ২০২৫ সালে তাঁর অনুপস্থিতি কেকেআরের জন্য বড় ধাক্কা হতে পারে।
Comments :0