Jalpaiguri Toto

গাড়ির ধাক্কায় আহত টোটোচালক, যাত্রী

জেলা

আহত যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।।

ডাক বিভাগের গাড়ির ধাক্কায় আহত হলেন এক টোটো যাত্রী ও টোটো চালক। দুমড়ে যায় টোটো।
জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড এলাকার স্টেট ব্যঅঙ্কের সামনে সন্ধ্যার এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে। টোটোর যাত্রী আহত ছাত্রীকে উদ্ধার করে পাঠানো হয় জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে। 
আহত টোটো চালককে কোনোক্রমে টোটো থেকে বের করেন এলাকাবাসীরা। টোটো চালকের হাতে ও পায়ে আঘাত লেগেছে। তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। 
আহত টোটো চালক ও যাত্রীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব এবং নতুন টোটো টোটোর চালকের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন সিআইটিইউ অনুমোদিত ই-রিকশাচালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার।

Comments :0

Login to leave a comment