Bangladesh movement

সকাল থেকে ফের উত্তপ্ত বাংলাদেশ

আন্তর্জাতিক

মহম্মদপুর, বাড্ডা সহ বাংলাদেশের একাধিক এলাকা ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে শুক্রবার সকাল থেকে। বিক্ষোভ, অবরোধকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে পুলিশ এবং আন্দোলনকারিদের মধ্যে। 
শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পথে নামেন আন্দেলনকারিরা। তাদের মোকাবিলা করতে পথে নেমেছে পুলিশ। রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা এলাকা পর্যন্ত অবরোধ করেন আন্দোলনকারিরা। রামপুরা ব্রিজ থেকে বাড্ডা পর্যন্ত রাস্তায় থাকা রেলিং ভেঙে পথ অবরোধ করেন আন্দোলনকারিরা। 
বিক্ষোভকারিদের বিচ্ছিন্ন করতে ছররা গুলি ছোড়া হয় পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 
কোটা সংস্কারের দাবিতে উত্তাল গোটা বাংলাদেশ। ঢাকা সহ দেশের ৪৭টা জেলায় ছড়িয়ে পড়েছে আন্দোলন। পথে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ২৭ জনের। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় দেড় হাজার। এই পরিস্থিতিতে সমস্ত সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার।
বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ট্রেন পরিসেবাও। বৃহস্পতিবার থেকে বন্ধ রাখা হয়েছে পরিসেবা। কবে থেকে তা ফের শুরু হবে তা জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment