মঙ্গলবার রাতে অনুব্রতকে আদালতে পেশ। তিনদিনের ইডি হেপাজত। অনুব্রতকে নিজেদের হেপাজতে নিয়েই বুধবার সকাল থেকে জেরা শুরু করেছে ইডি। সূত্রের খবর জেরার ভিডিওগ্রাফি করা হবে। এদিন সকালে দিল্লির একটি সরকারি হাসপাতালে অনুব্রত’র স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ইডি সূত্রে খবর তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে জেরা করার জন্য প্রশ্ন তাদের তৈরি। মঙ্গলবার রাতে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে অনুব্রত মণ্ডলের আইনজীবী তাঁর সাথে রোজ দেখা করতে পারবে। গরু পাচারের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের যেই বিপুল পরিমানের সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে তার উৎস কি তা খোঁজার চেষ্টা করছেন তদন্তকারি আধিকারিকরা।
গত বছর আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। তারপর তাকে দিল্লি নিয়ে এসে জেরা করার অনুমতি পেলেও অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতে মরিয়া চেষ্টা চালায় তৃণমূল।
Comments :0